” “

Sunday 22 March 2020

Monday 2 March 2020

Political Watch Worldwide


29 November 2016
'CIA created ISIS', says Julian Assange as Wikileaks releases 500k US cables

WIKILEAKS founder Julian Assange today said the CIA was responsible for paving the way for ISIS as the whistleblowing organization released more than half a million formerly confidential US diplomatic cables dating back to 1979.https://www.express.co.uk/news/world/737430/CIA-ISIS-Wikileaks-Carter-Cables-III-Julian-Assange

01 March 2020

আমি বিশ্বাসঘা'তকতার শি'কার, সবচেয়ে বড় বিশ্বাসঘা'তক মুহিদ্দীন ইয়াসিন: মাহাথির

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ক্ষো'ভ আ'ক্ষেপ করে বলেছেন তার সঙ্গে সবচেয়ে বেশি বিশ্বাসঘা'তকতা করেছে দেশটির সদ্য শপথ নেওয়া প্রধানমন্ত্রী মুহিদ্দীন ইয়াসিন। রবিবার সকালে মুহিদ্দীনের শপথ অনুষ্ঠানের পর এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার রূপকার মাহাথির এ কথা বলেন। খবর দ্য স্টারের।
https://bn.mtnews24.com/antorjatik/346183/%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%98%E0%A6%BE-%E0%A6%A4%E0%A6%95%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%9A%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%9C-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%98%E0%A6%BE-%E0%A6%A4%E0%A6%95-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%80%E0%A6%A8-%E0%A6%87%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%B0

01 March 2020

১৮ বছরের যুদ্ধে ইতি, কাতারে তালিবানদের সঙ্গে শান্তিচুক্তি সই আমেরিকার

https://www.anandabazar.com/international/usa-and-talibans-sign-peace-agreement-dgtl-1.1116266?fbclid=IwAR1MwVxX_N8dTbV5aLN_0aMSINcS_vSyyFTqnqxgBhYA3LrVKKmoBXhEsXU

02 March 2020


দশ বছর ধরে আফগানিস্তান, ইরান, ইরাকের আকাশ-পাতাল তোলপাড় করেও ওসামা বিন লাদেনের খোঁজ পায়নি আমেরিকা। শেষ পর্যন্ত সেই লাদেনের খোঁজ যিনি দিয়েছিলেন, তিনিই দীর্ঘদিন ধরে কারাবন্দি। ‘সুবিচার’-এর আশায় জেলের  পাকিস্তানের সেই চিকিৎসক শাকিল আফ্রিদি। শাকিল ও তাঁর পরিবারের অভিযোগ, কার্যত বিনা বিচারে তাঁকে জেলবন্দি করে রাখা হয়েছে।https://www.anandabazar.com/international/pakistan-doctor-who-helped-cia-to-track-osama-bin-laden-started-hunger-strike-in-jail-dgtl-1.1117116?fbclid=IwAR0ZnGj2BSHUXIsLlpE7kOKphxxO7POH2GkPEm_ywFPNk5lqjlMLpLnNHHs
মধ্যেই আমরণ অনশন শুরু করলেন
চার বৎসর আগে ফেব্রুয়ারি মাসেই দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্রেরা আয়োজন করিতে চাহিয়াছিল একটি কবিতাপাঠ বৈঠকের। একটি সুপরিচিত কবিতার নামে রাখা হইয়াছিল বৈঠকের নাম: ‘যে দেশে ডাকঘর নাই।’ বৈঠকের অন্যতম উপলক্ষ ছিল, ভারতীয় সংসদ-হানায় অভিযুক্ত এক কাশ্মীরি যুবা আফজ়ল গুরুর মৃত্যুদণ্ডের তৃতীয় বার্ষিকী। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট অনুমতি না পাইয়া ছেলেমেয়েরা সেখানে প্রতিবাদ মিছিল শুরু করে, যেখানে এবিভিপি ও আরএসএস তাহাদের আক্রমণ করিলে বড় ধরনের সংঘর্ষ উপস্থিত হয়, যে সংঘর্ষের মধ্যে নাকি আজাদি ইত্যাদি স্লোগান শোনা গিয়াছিল অনেকের মুখে। কানহাইয়া কুমার সেই ‘অনেক’-এর এক জন বলিয়া কথিত। দিল্লি পুলিশ তাঁহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনে। অনেক দূর গড়াইবার পরও আদালতে বিষয়টি আগাইতে পারে নাই, কেননা রাজ্য সরকারের অনুমোদন ব্যতীত তাহা সম্ভব নহে। আপ সরকার গত বৎসরের মাঝামাঝি পর্যন্ত নানা অজুহাতে সেই অনুমোদন দেয় নাই। এই বার ২০২০ সালে দ্বিতীয় বার নির্বাচনে জিতিয়া আসিয়া আবারও এক ফেব্রুয়ারির শেষে, আপ সরকারের মুখ্যমন্ত্রী কেজরীবাল অবশেষে কানহাইয়া কুমারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলায় সেই বিজেপি-প্রত্যাশিত অনুমোদনটি দিলেন। https://www.anandabazar.com/editorial/government-has-always-misused-the-sedition-act-1.1116694?fbclid=IwAR1oiP4N0FjZfAdXQIm8sgWJNCIGxCEgh73EbpkteWSzyFZ5Qei5oF5gw1o













Sunday 1 March 2020

NRC News Documentation


01 March 2020


শাহের সফরে প্রবল বিক্ষোভ, প্রতিবাদী কলকাতায় ধুন্ধুমার

বিমানবন্দরের এক নম্বর গেট থেকে পার্ক সার্কাস, যাদবপুর-সহ বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ। ঘটনাস্থলে মজুত রয়েছে বিশাল পুলিশ বাহিনী। কলকাতার বিভিন্ন প্রান্তে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধী প্রতিবাদ-বিক্ষোভের আশঙ্কা করছে পুলিশ-প্রশাসন।https://eisamay.indiatimes.com/west-bengal-news/kolkata-news/protestors-raise-go-back-amit-shah-slogan-in-kolkata/articleshow/74423522.cms

কাগজ নেই, জন্মসূত্রেই নাগরিক মোদী, 

জানাল প্রধানমন্ত্রী দফতর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাগরিকত্বের কোনও কাগজপত্র নেই, জন্মসূত্রেই তিনি ভারতীয়। তথ্যের
অধিকার আইনে (আরটিআই) মোদীর নাগরিকত্ব নিয়ে এক ব্যক্তির প্রশ্নের জবাবে এমনই জানাল প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)। চলতি বছরের ১৭ জানুয়ারি শুভঙ্কর সরকার নামে এক ব্যক্তি আরটিআই-এর মাধ্যমে জানতে চান প্রধানমন্ত্রীর নাগরিকত্বের কাগজপত্র রয়েছে কি না। তারই উত্তরে পিএমও-র সচিব প্রবীণ কুমার জানান, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৩ ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী জন্মসূত্রেই ভারতীয়। https://www.anandabazar.com/national/no-document-narendra-modi-is-citizen-by-birth-says-prime-minister-s-office-1.1116464?ref=home-pq-
‘ওরা এসে থাকবে কোথায়, কিছু তো রাখেনি’

ঝামা হয়ে যাওয়া বাড়ির সামনে ঠায় উবু হয়ে বসেছিলেন মহম্মদ খলিল। স্যাঁতসেঁতে আধো-অন্ধকার গলি। আবর্জনাময়ও বটে। গলির শেষ প্রান্তে মাথা গোঁজার ঠাঁই ছিল গয়নার বাক্সের কারিগর খলিলের। তিরিশ বছরের পুরনো এই বাড়িই আজ তাঁর কাছে অচেনা। বাড়ি বলে অবশ্য কিছু নেই। পড়ে রয়েছে শুধু কাঠামোটা। আজ যার ভিতরে কখনও ঢুকছেন। বেরিয়ে এসে আবার বসে পড়ছেন রাস্তায়। আগের ভঙ্গিতেই।https://www.anandabazar.com/national/delhi-violence-over-caa-houses-burnt-nothing-left-people-have-no-shelter-to-live-1.1116412?ref=home-pq-six-stry-2
হিংস্র সাম্প্রদায়িক শক্তি উর্বর জমি পায় খেটে-খাওয়া মধ্য-নিম্নবিত্ত অঞ্চলে: রাজধানীর পিছনে যে দিল্লি
২৩ ফেব্রুয়ারি, গত রবিবার। রাজধানী শহরের প্রান্তিক যমুনাপার অঞ্চলে ছড়িয়ে পড়ছে আগুন। দূরদূরান্ত থেকে মেসেজ আসছে শুভাকাঙ্ক্ষী, বন্ধু-পরিজনের। তাঁরা উদ্বিগ্ন— আমরা নিরাপদ তো? টানা তিন দিন চলেছে হিংস্র উচ্ছৃঙ্খল আক্রমণ— মৌজপুর, বাবরপুর, বিজয় পার্ক-সহ বিস্তীর্ণ এলাকায়।
আমরা ‘অন্য’ দিল্লির বাসিন্দা, ‘প্রিভিলেজড’ শ্রেণি, অনেক সুরক্ষিত জীবনযাপন। ‘গেটেড সোসাইটি’র বহুতল, নয়াদিল্লির সরকারি কলোনি বা প্রাইভেট নিরাপত্তারক্ষী আগলানো রেসিডেনশিয়াল এলাকার বাসিন্দা: সজাগ নাগরিক। গাঁয়ে-গঞ্জে ঝড়, শহরাঞ্চলে অতিবৃষ্টি, পাহাড়-জঙ্গলে ধস বা পৃথিবী নড়ে উঠলে সোশ্যাল মিডিয়াকৃত ‘আই অ্যাম সেফ’ মার্ক করে আমরা নিশ্চিন্ত হই। প্রাকৃতিক অথবা সামাজিক বিপর্যয়ে আমরা উতলা হয়ে এক ক্লিকেই গড়ে তুলি নয়া সামাজিক গোষ্ঠীজীবন। আর এই ২০২০-তেও দিল্লির কেন্দ্রস্থল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ঘুরেফিরে আসে ১৯৯২-এর মুম্বই অথবা ২০০২-এর গুজরাত। ‘খণ্ডিত’ ভারতে বসবাসের মোটা দাগের যে সামাজিক আর বস্তুগত বিভাজন, তার মধ্যেই রয়েছে এই স্বাভাবিকীকৃত সুরক্ষার গল্প।
অমিতকে কালো পতাকা, শহরে বাম-কংগ্রেসের বিক্ষোভ
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরুদ্ধে দেশজোড়া আন্দোলনের আবহে আজ, রবিবার
কলকাতায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ দিন দুপুরে শহিদ মিনারের সামনে এক জনসভায় সিএএ নিয়ে ব্যাখ্যা দেবেন তিনি। দিল্লির সাম্প্রতিক অশান্তির পর শহিদ মিনারের জনসভায় তাঁর ব্যাখ্যা নিয়ে বাড়ছে কৌতূহল।https://www.anandabazar.com/state/amit-shah-in-kolkata-live-updates-dgtl-1.1116522?ref=home-pq-six-stry-4
https://doiniksamachar.com/black-flag-shown-to-amit-shah-in-kolkata/
দেশের রাজধানী দিল্লি হিংসার আগুনে জ্বলেছে। মৃত্যু হয়েছে বহু মানুষের। এরই মধ্যে কলকাতায় সভা করতে এসে সিএএ আগুনে ঘি ঢাললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার কলকাতার শহিদ মিনারের সভা থেকে অমিত শাহ বলেন, 'মোদীজি লাখ লাখ শরণার্থীকে বাঁচিয়েছেন। সিএএ পাশ করতে বাংলার মানুষের অবদান আছে। তাই বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কেবলমাত্র এখানকার কোনও ভূমিপুত্রই হবেন। বিজেপি ক্ষমতায় এসেই তা করবে।' যদিও ভূমিপুত্র বলতে অমিত শাহের তির কার দিকে তা স্পষ্ট হচ্ছে না বলে মনে করছেন অনেকেই। তবে সিএএ বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বলেছেন, 'আমার বাবা-মায়ের জন্মতারিখ কবে, তা আমি জানি না।' কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আক্রমণের তির সেদিকেই হতে পারে বলে অনুমান অনেকেরই। আবার অনেকেরই মত, ওপার বাংলা থেকে আসা মানুষদের দিকেই আসলে তির ছুঁড়েছেন অমিত শাহ, দাবি অনেকের।https://eisamay.indiatimes.com/west-bengal-news/kolkata-news/central-home-minister-amit-shah-attacked-mamata-banerjee-on-caa-issue-from-shahid-minar-rally/articleshow/74425336.cms

শাহের সভার পথে কর্মীরা, কলকাতাতেও স্লোগান উঠল 'গোলি মারো শালো কো'!

দিল্লির স্লোগান এবার কলকাতাতেও। যে স্লোগান দিল্লি হিংসায় ঘৃতাহুতি দিয়েছিল, সেই 'গোলি মারো শালো কো' স্লোগান এবার শোনা গেল কলকাতার রাজপথেও। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় যাওয়ার পথে বিজেপি নেতাকর্মীরা ওই স্লোগান দিতে-দিতে শহিদ মিনার ময়দানে পৌঁছয়।https://eisamay.indiatimes.com/west-bengal-news/kolkata-news/bjp-workers-raised-goli-maro-slogan-at-home-minister-amit-shahs-rally/articleshow/74424959.cms?fbclid=IwAR372XQfe9rp6EqFG_EVSCWcljpbBPCoOBK_app-VD-gz-KChqhmPns7wWs

https://www.anandabazar.com/calcutta/bjp-supporters-shout-goli-maro-slogan-in-kolkata-at-amit-shah-s-rally-dgtl-1.1116613?ref=home-pq-stry-large-image-1

'এটা দিল্লি নয়, গুলি মারতে এলে বাংলাই জবাব দেবে!' বিজেপিকে হুঁশিয়ারি কেষ্টর

দিল্লির মতোই কলকাতায় অমিত শাহের সভায় স্লোগান উঠেছে, 'গোলি মারো শালো কো'! যা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। আর সেই সূত্রেই বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, 'অত সোজা? এটা দিল্লি নয়। এখানে গুলি মারতে এলে সাধারণ মানুষ জবাব দেবে।'https://eisamay.indiatimes.com/west-bengal-news/others/birbhum-tmc-district-president-anubrata-mondal-attacked-amit-shah-on-goli-maaro-slogan-at-bjp-rally/articleshow/74429042.cms?utm_source=izooto&utm_medium=push_notifications&utm_campaign=Anubrata%20Mondal&utm_content=&utm_term=

‘গো ব্যাক’ স্লোগান তুলে পথে নামল বাম-কংগ্রেস, দেখা গেল না তৃণমূলকে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কলকাতা সফরের দিনে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি আগেই ঘোষণা করেছিল বাম ও কংগ্রেস। রবিবার শহিদ মিনারে অমিত শাহের সভাস্থল থেকে কিছুটা দূরে বিভিন্ন এলাকায় চলল সেই কর্মসূচি। পথে নামে কিছু ছাত্র সংগঠনও। বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন কিছু মুসলিম সংগঠনের সদস্যরাও। কিন্তু সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে বিরোধিতার সুর সপ্তমে তুললেও, এ দিন তাৎপর্যপূর্ণ ভাবে বিক্ষোভ দেখানোর রাস্তাতেই হাঁটল না তৃণমূল। যদিও দিনের শেষে, দিল্লির হিংসা নিয়ে টুইটারে অমিত শাহকে বিঁধেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।https://www.anandabazar.com/state/left-and-congeress-show-agitation-against-amit-shah-but-tmc-was-all-aloof-from-it-dgtl-1.1116660?utm_source=facebook&utm_medium=social&utm_campaign=daily&fbclid=IwAR1oBf83IrVjXPoM_fMdnodj_MOpMb-kXBmIWnIlSfidWgp-er8bAH_c_2I

কাউকে ছাড়ব না: একুশের দামামা বাজিয়ে দিয়ে
হুঁশিয়ারি শাহের

দিন কয়েক আগে একটা টিজার লঞ্চ করেছিল পশ্চিমবঙ্গ বিজেপি। নিছক রুটিন জনসংযোগে যে অমিত শাহ আসছেন না, আসছেন অনেক বড় কোনও লক্ষ্য নিয়ে— বেশ বুঝিয়ে দিয়েছিল সে টিজারই। রবিবার শহিদ মিনার ময়দানে আধ ঘণ্টার ভাষণে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আরও স্পষ্ট করে বুঝিয়ে দিলেন, বাংলায় তাঁর কাছে এখন পাখির চোখ শুধুমাত্র ২০২১-এর বিধানসভা নির্বাচন। আর সেই পাখির চোখকে বিঁধে ফেলার জন্য কোন কোন হাতিয়ার ব্যবহার করতে হবে, কী ভাবে করতে হবে, তা-ও স্পষ্ট বুঝিয়ে দিয়ে গেলেন কর্মী-সমর্থকদের। ভাষণের শেষ দিকে তৃণমূলের নাম করেই শাহের স্পষ্ট হুঁশিয়ারি, ‘‘আমরা কাউকে ছাড়ব না।’’ ‘আর নয় অন্যায়’— স্লোগানটা গত কয়েক দিন ধরেই তোলা শুরু করেছিল বিজেপি। ৬ থেকে ৮ সেকেন্ডের ছোট ছোট ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছিল টিজারের ঢঙে। ১ মার্চ থেকে অর্থাৎ কলকাতায় অমিত শাহের জনসভার দিন থেকে পশ্চিমবঙ্গে ‘অন্যায়মুক্তি অভিযান’ শুরু হতে চলেছে— এই রকমই বার্তা ছিল সে সব টিজারে। কোন ‘অন্যায়’-এর কথা বলা হচ্ছে, তা ছিল উহ্য। টিজারে যেমন হয়ে থাকে। উহ্য কথাগুলো এ দিন অমিত শাহ স্পষ্ট করে দিয়ে গেলেন। শহিদ মিনারের মঞ্চ থেকে এ দিন তিনি বললেন, ‘‘আর নয় অন্যায়। বন্ধুরা, এই স্লোগান পশ্চিমবঙ্গে সরকার পাল্টানোর স্লোগান।’’https://www.anandabazar.com/state/amit-shah-blows-the-trumpet-for-assembly-polls-in-bengal-from-mega-rally-at-kolkata-dgtl-1.1116672?utm_source=facebook&utm_medium=social&utm_campaign=daily&fbclid=IwAR1s9nZmCWIZAn3dlRRvx6t1nxQtMp35jvG_9alLMk-VGF61TKt-27tSk4Y
নাগরিকত্ব-লড়াই জাতিসত্তার সংগ্রাম আয়েষা, লাদিদাদের
ধর্মীয় স্লোগান কি রাজনৈতিক প্রতিবাদের ভাষ্য হতে পারে? ‘বন্দে মাতরম্’ স্লোগানকে কি অস্ত্র করতে
পারে বাম-উদারপন্থীরা? জনতার সাহিত্য উৎসবে শনিবার এই চর্চাই উঠে এল। যেখানে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আয়েষা রেনা এবং লাদিদা ফরজানা প্রত্যয়ী স্বরে জানালেন, সিএএ, এনআরসি এবং এনপিআর বিরোধী লড়াইয়ে ধর্মীয় স্লোগানই তাঁদের প্রতিবাদ এবং প্রতিরোধের ভাষা।ফুলবাগানের সুকান্ত মঞ্চে জনতার সাহিত্য উৎসবে এ দিন ‘প্রতিরোধের ভাষা’ শীর্ষক আলোচনায় অংশ নেন আয়েষা এবং লাদিদা। যাঁরা গত ডিসেম্বরে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের উদ্যত লাঠির সামনে দাঁড়িয়ে বন্ধু শাহিন আবদুল্লাকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রতিবাদের মুখ হয়ে উঠেছেন ওই দুই ছাত্রী।https://www.anandabazar.com/state/ayesha-ladida-raised-voice-against-caa-1.1116473
সিএএ প্রতিবাদে উত্তাল শিলংয়ে মৃত ৩, ছুরিকাহত ১০, বন্ধ ইন্টারনেট

সিএএ বিক্ষোভে উত্তাল মেঘালয়ের রাজধানী শিলং। উত্তর-পূর্বাঞ্চলের ওই রাজ্যে বাংলাদেশ-সীমান্তবর্তী এক তল্লাটে এখনও পর্যন্ত সিএএ-র প্রতিবাদী, খাসি স্টুডেন্টস ইউনিয়নের (কেএসইউ) এক সদস্য-সহ দু'জন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।https://eisamay.indiatimes.com/nation/unrest-situation-in-shillong-over-caa-protests-10-stabbed-and-2-killed-curfew-reimposed-mobile-internet-suspended/articleshow/74424291.cms

বেশিরভাগ সময় বাড়িতেই কাটে দিল্লির বাসিন্দা মুশতারি খাতুনের। বাড়িতে বসেই সেলাই এবং জরির কাজ করেন। ঘর সংসার সামলে বাকি সময়টা তিনি স্বামীর কাজেই সাহায্য করেন। ৪২ বছরের এই মহিলা জানতেন না বাড়ির বাইরের জগতটা ঠিক কেমন। ২৫ ফেব্রুয়ারি তাঁর কিছু আত্মীয় তাঁকে ফোন করে জানান, ভীষণ বিপদের মধ্যে রয়েছেন তাঁরা। সেই শুনে তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়েন। রাস্তায় বেরিয়ে দেখেন চারদিকে বোমা, গুলি, পাথর ছুঁড়ছে। এমনকী পেট্রোল বোম বিস্ফোরণও হয়। তার মধ্যেই সাহস করে এগিয়ে গিয়ে খাজুরি খাস এলাকা থেকে তাঁর আত্মীয়দের উদ্ধার করেন। সেই আত্মীয়ের সংখ্যা ৪০।
https://eisamay.indiatimes.com/nation/a-delhi-woman-mushtari-khatoon-rescued-40-trapped-relatives-via-rooftops/articleshow/74424484.cms

'ধর্মীয় লাইনে দেশবাসীকে হিন্দু-মুসলিমে ভাগ করা যাবে না', দিল্লি হিংসার নিন্দায় সরব অমর্ত্য

শনিবার প্রতীচী ট্রাস্ট আয়োজিত 'ভারতের মেয়েরা: আজকের চালচিত্র, আজকের করণীয়' শীর্ষক এক আলোচনাসভায় উপস্থিত ছিলেন অমর্ত্য সেন। দিল্লির হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি পুলিশের ভুমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।https://eisamay.indiatimes.com/west-bengal-news/others/india-is-a-secular-country-and-people-cannot-be-divided-on-religion-says-nobel-laureate-amartya-sen/articleshow/74421677.cms

হিংসা বিধ্বস্ত উত্তর-পূর্ব দিল্লিতে এ বার খাল থেকে মিলল আরও ৩টি দেহ

হিংসা থেমেছে। তবে একের পর এক মৃতদেহ উদ্ধার হচ্ছে উত্তর-পূর্ব দিল্লির হিংসা বিধ্বস্ত এলাকা থেকে। রবিবার ওই এলাকার দুটি খাল থেকে মিলেছে আরও তিনটি দেহ। তার ফলে দিল্লিতে সংঘর্ষের মৃতের সংখ্যা এখন হল ৪৬। তিনটির মধ্যে এ দিন দু’টি দেহ উদ্ধার হয় ভাগীরথী বিহার খাল থেকে। বাকি একটি দেহ মেলে গোকলপুরী এলাকার একটি খাল থেকে। চার দিন ধরে চলা সংঘর্ষে ইতিমধ্যেই দুশো জনের বেশি মানুষ আহত হয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে সেই তালিকায় রয়েছেন পুলিশ কর্মীরাও। ওই কাণ্ডে পুলিশকে কড়া পদক্ষেপ নিতে বলেছে দিল্লি আদালত। https://www.anandabazar.com/national/delhi-violence-over-caa-3-more-bodies-found-from-the-two-canals-dgtl-1.1116680?utm_source=facebook&utm_medium=social&utm_campaign=daily&fbclid=IwAR1aphlu6WJRF_E6pZP5QgOrPtPBSTryCUuN1nFWfK9aJuwKzWHCPbvt3Rk
02 March 2020

অমিতের ইস্তফা দাবি বিরোধীদের, দিল্লির সংঘর্ষ নিয়ে উত্তাল সংসদ

দিল্লির গোষ্ঠী সংঘর্ষ ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল সংসদের ভিতরে ও বাইরে। সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফার দাবিতে দুই কক্ষেই সোচ্চার ছিল কংগ্রেস, তৃণমূল, আপ, বিএসপি-সহ অধিকাংশ বিরোধী দল। তুমুল প্রতিবাদের মুখে পড়ে আপাতত ‘পরে আলোচনা’র কৌশল নিয়েছে শাসক দল। বিরোধীদের হই হট্টগোলের জেরে দিনের মতো মুলতুবি রাজ্যসভা। লোকসভার অধিবেশনও মুলতুবি হয়েছে দফায় দফায়। শাসক শিবির সূত্রে খবর, অধিবেশন ঠিক ভাবে চললে তখন বিবৃতি দিতে পারেন অমিত শাহ। আবার লোকসভার বাইরে গাঁধী মূর্তির পাদদেশে চোখে কালো কাপড় বেঁধে ‘গাঁধীজির তিন বাঁদর’-এর অনুকরণে প্রতিবাদে শামিল হন তৃণমূল সাংসদরা। সেই বিক্ষোভে আবার কংগ্রেস সাংসদদেরও যোগ দিতে দেখা গিয়েছে।https://www.anandabazar.com/national/budget-session-uproar-in-parliament-over-delhi-violence-dgtl-1.1117058?ref=home-pq-six-stry-4&fbclid=IwAR2U5WRXI8sxIasrQ69rEsygonQJDR_51Ht0OSTH9I57MEs6Jm4i1qtRlog
উস্কানিমূলক মন্তব্য: কপিল মিশ্রদের বিরুদ্ধে মামলা শুনতে রাজি সুপ্রিম কোর্ট
কপিল মিশ্র-সহ বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য নিয়ে মামলা শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট। ক্ষতিগ্রস্তদের তরফে আদালতে একটি আবেদন জমা পড়েছিল। তাতে কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর এবং প্রবেশ বর্মার বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি জানানো হয়। আগামী বুধবার সেই মামলা শুনতে রাজি হয়েছে শীর্ষ আদালত।https://www.anandabazar.com/national/delhi-violence-over-caa-sc-to-hear-plea-on-firs-for-hate-speeches-dgtl-1.1117064?ref=sectionpage-more-stry&fbclid=IwAR1HG_gGMTdtsf8ci-quaTCXWzrpWh3ZXMNA36Kq_rlBLGhNf_3B_2OfiNw

আপনারা মিথ্যে বলছেন, পাল্টা আঙুল ‘গোলি মারো’র ‘জনক’ অনুরাগের

দিল্লি থেকে রবিবার কলকাতাতেও পৌঁছে গিয়েছে ‘গোলি মারো’ স্লোগান। কিন্তু দিল্লির ভোটের আগে সেই ‘গোলি মারো’ স্লোগানের ‘জনক’ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে এ নিয়ে প্রশ্ন করায় তিনি পাল্টা সাংবাদিকদের দিকে আঙুল তুললেন। তাঁর অভিযোগ, ‘‘আপনারা পুরো মিথ্যে বলছেন।’’দিল্লির বিধানসভা ভোটের প্রচারে অনুরাগ ঠাকুর সিএএ-র বিরুদ্ধে আন্দোলনকারীদের উদ্দেশ করে স্লোগান তুলেছিলেন, ‘দেশ কে গদ্দারোঁ কো, গোলি মারো শালোঁ কো’। দিল্লির সংঘর্ষে তা উস্কানির কাজ করেছে বলে দিল্লি হাইকোর্টে মামলা হয়েছে। দিল্লি হাইকোর্টের এজলাসে বিচারপতিদের সামনেই অনুরাগের ভিডিয়ো চালানো হয়েছে। রবিবার অমিত শাহের সফরের সময়ে কলকাতাতেও বিজেপির মিছিলে একই স্লোগান শোনা গিয়েছে।https://www.anandabazar.com/national/bjp-minister-anurag-thakur-refused-that-he-did-not-say-goli-maro-1.1116902?ref=sectionpage-more-stry&fbclid=IwAR0HBREHsa5iENeONgsP5qRhUs6dVQGtcfF8LGI2xMyxZnfhN5ustWiqpyY

সংঘর্ষের আতঙ্কে ৫ ঘণ্টায় ৪৮১টি ফোন পুলিশকে!

পাঁচ ঘণ্টায় ৪৮১টি ফোন! পুলিশের কাছে আতঙ্কিত মানুষজনের থেকে এত সংখ্যক ফোন কল পেল দিল্লি পুলিশ। রাজধানীতে ফের সংঘর্ষ ছড়ানোর আতঙ্কেই ওই ফোন গিয়েছিল রবিবার। যদিও দিল্লি পুলিশের দাবি, ওগুলি সবক’টিই গুজব। রাজধানীর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের গুজব ছড়ানোর জন্য পুলিশ ইতিমধ্যেই কয়েক জনকে আটক করেছে। গোটা বিষয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট জমা দিয়েছে দিল্লি পুলিশ।https://www.anandabazar.com/national/delhi-violence-over-caa-delhi-police-got-481-panic-calls-within-5-hours-dgtl-1.1117023?ref=sectionpage-more-stry&fbclid=IwAR0FNBkIjjxTGMMHae1i4JHzgnEhoB56XAd82oNobX-UK7X3yJTHW5eE_To

দিল্লি হিং'সায় বাবা নেই, আছে শুধু একটা আধপোড়া পা, সেটাই কবর দিতে অপেক্ষায় মেয়ে

https://bn.mtnews24.com/antorjatik/346291/----?fbclid=IwAR3ODtqBuASynQxlFWFFwxQjspZSoJCAGuQrTVcQ8toyyqhWfWvm0yE8fJE

নিরাপত্তা বাড়ল শাহিন বাগে
রবিবার সকালে শাহিন বাগের সিএএ-বিরোধীদের প্রতিবাদ স্থল ঘিরে পুলিশি নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে পুলিশ। এ দিন দুপুর তিনটে নাগাদ মিছিলের ডাক দিয়েছিল
প্রতিবাদীরা। পাশাপাশি, হিন্দু সেনা নামে একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এ দিন প্রতিবাদস্থল ফাঁকা করার জন্য মিছিল করবে বলে আগেই জানিয়েছিল। তবে পুলিশ এ ব্যাপারে হস্তক্ষেপ করায় শনিবারই বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করার কথা ঘোষণা করেছে। তা সত্ত্বেও কোনও ঝুঁকি নিতে রাজি হয়নি দিল্লি পুলিশ।https://www.anandabazar.com/national/security-tightened-at-shaheen-bagh-1.1116909?ref=sectionpage-more-stry&fbclid=IwAR134F4bBK9Hny2MIifvn8Fv3E6VNq_b7oDFYuffqCAQP5AWrL-WTcosmkU

বিধায়ক, সাংসদেরা বেপাত্তাই

খজুরি খাসের ত্রাণ শিবিরে রবিবার সাদা প্যাকেটে নিরামিষ বিরিয়ানি বিলি করছিলেন আসমা রহমান। প্রাণ বাঁচাতে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া শিশু থেকে বুড়োর মুখে তবু হাসি নেই। পেটের খিদে মেটাতে প্যাকেটের জন্য হাত বাড়াতেই আসমার পাশে থাকা সাগরেদ ঘোষণা করছেন, ‘‘ইনি সীলমপুরের বিধায়ক আব্দুল রহমানের স্ত্রী। রহমান সাহেবই খানা পাঠিয়েছেন।’’ কিন্তু বিধায়ক কোথায়? প্রশ্ন করতেই অস্বস্তিতে পড়া আসমা বলেন, ‘‘দেখুন, অরবিন্দ কেজরীবালের দিল্লি সরকার হিংসায় ঘর ছাড়া মানুষের জন্য সুরাহার বন্দোবস্ত করছে। আম আদমি পার্টি সব রকম সাহায্য করছে।’’ কিন্তু বিধায়ক কোথায়? উত্তর মেলে না।https://www.anandabazar.com/national/delhi-violence-mps-and-mlas-did-not-visit-the-affected-areas-1.1116924?ref=sectionpage-more-stry&fbclid=IwAR2qmZNjLegysCTetgkZ6MWY1WSNvILbKWfEu8ic0xrj_au0PlgWqMKQ0sA

দোতলা থেকে ঝাঁপ দিয়ে বাঁচে শিশুরা

পঁয়ত্রিশ বছরের পুরনো ভিটেটা চিনতেই পারছেন না বিলকিস বানো। উত্তর-পূর্ব দিল্লির শিব বিহারের বাসিন্দা ষাট বছরের এই প্রৌঢ়া একটানা কেঁদেই চলেছেন। দিল্লির হিংসায় পুড়ে ছাই হয়ে গিয়েছে তাঁর বাড়ি। হিংসার আগুনে বাড়ির লাগোয়া পারিবারিক দোকানটাও রক্ষা পায়নি। সব কিছু পুড়ে খাক।গত সোমবারের কথা মনে পড়লে শিউরে উঠছেন বিলকিস। উত্তর-পূর্ব দিল্লির ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে শিব বিহারের হাল সবচেয়ে খারাপ। ঘটনার দিন ঘরেই ছিলেন তিনি। হইহই-এর শব্দ শুনে বাইরে উঁকি দিয়ে দেখেন, দম আটকানো কালো ধোঁয়া ঘিরে ফেলেছে বাড়িটাকে। কারা যেন এক তলায় আগুন লাগিয়ে দিয়েছে। বিলকিস বললেন, ‘‘কোনও রকমে বেরিয়ে আসতেই দুষ্কৃতীরা আমাকে ঘিরে ধরল। সে কি উল্লাস ওদের! আশপাশের বাড়িঘর, দোকানপাট সব জ্বলছে। ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে গিয়েছিলাম। দেখতে পেয়ে কোনও রকমে বার করে আনে আমার বড় ছেলে মহম্মদ ইউসুফ।’’ সে দিন দুই ছেলে আর পুত্রবধূকে নিয়ে কাছের একটি মন্দিরে লুকিয়ে প্রাণে বাঁচেন বিলকিসরা। টাকা, পয়সা, গয়না, নথি কিছুই আনতে পারেননি। ইউসুফ জানালেন, পড়শির থেকে একটা জামা চেয়ে পরেছেন। আতঙ্ক কাটিয়ে ফিরে এলেও বাড়িটা আর চিনতে পারছেন না বিলকিস। পোড়া বাড়িটার দিকে ঠায় তাকিয়ে প্রৌঢ়া শুধু বলে উঠলেন, ‘‘৩৫ বছরের ভিটে। এক দিনেই পুড়ে খাক।’’https://www.anandabazar.com/national/delhi-violence-residents-of-yamuna-bihar-described-how-they-saved-life-from-rioters-1.1116897?ref=sectionpage-more-stry&fbclid=IwAR1_zsrsOpkKUGyqVVXiMV-PW4IgJZb8yLds1fMWjtsKmzIpQfOth2hMolA

বই নেই, অ্যাডমিট কার্ড নেই, আজ চিন্তা সিবিএসই!

উত্তর-পূর্ব দিল্লির সংঘর্ষদীর্ণ এলাকায় রবিবার আরও চারটি দেহের খোঁজ মিলল। তাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬। গোকুলপুরী এলাকার নালা থেকে তিনটি ও শিব বিহারের নালা থেকে একটি দেহ উদ্ধার করেছে পুলিশ। জখম দু’শো জনেরও বেশি। এখনও পর্যন্ত খোঁজ মেলেনি অনেকের। স্থানীয়দের আশঙ্কা, আগামী দিনে এমন অনেক দেহের খোঁজ মিলবে।
দিন সাতেক আগে হিংসার জেরে ক্ষতিগ্রস্ত হয় উত্তর-পূর্ব দিল্লির একটা বড় অংশ। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলেই দাবি দিল্লি পুলিশ। তার মধ্যেই আজ, রবিবার সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে পূর্বনির্ধারিত সূচি মেনেই ফের চালু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। ১৫ ফেব্রুয়ারি থেকে দেশ জুড়ে শুরু হয়েছিল সিবিএসই বোর্ডের দশম-দ্বাদশ শ্রেণির পরীক্ষা। কিন্তু সংঘর্ষের জেরে উত্তর-পূর্ব দিল্লির হিংসা কবলিত এলাকায় গত ২৬, ২৭, ২৮, ২৯ ফেব্রুয়ারি পরীক্ষা বাতিল করার কথা ঘোষণা করে বোর্ড। সোমবার থেকে বাকি পরীক্ষাগুলি নির্দিষ্ট সূচি মেনে  হবে। কিন্তু উত্তর-পূর্ব দিল্লির স্কুল-পড়ুয়া, পরীক্ষার্থীরা কী বলছে? সংঘর্ষের জেরে অনেকেই বাড়ি ছাড়া। আগুনে পুড়ে গিয়েছে বহু পড়ুয়ার বাড়ি। পুড়ে ছাই বই-খাতা, অ্যাডমিট কার্ড। শিব বিহারের বাসিন্দা মহম্মদ সমীর এ বছর দশম শ্রেণির পরীক্ষার্থী। তাঁর কথায়, ‘‘সে দিন প্রাণ বাঁচাতে এক কাপড়ে পালিয়েছিলাম। বইখাতা কোথায় যে পরীক্ষা দেব?’’ সোমবার দুষ্কৃতীদের অ্যাসিড হামলায় আক্রান্ত হয়েছিল দশম শ্রেণির পরীক্ষার্থী রাহুল গিরি। তার পরিবার জানাচ্ছে, এখনও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি ওই পড়ুয়া। রাহুল কী ভাবে পরীক্ষা দেবে— তা নিয়ে উদ্বেগে পরিবার। দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থী এক কিশোরী অবশ্য শনিবার ঘরে ফিরতে পেরেছে। গত সাত দিন ধরে পড়াশোনার সঙ্গে সম্পর্ক নেই। কিশোরীর প্রশ্ন, ‘‘এই অবস্থায় পরীক্ষা দেওয়া কি সম্ভব?’’https://www.anandabazar.com/national/delhi-violence-students-of-north-east-delhi-lost-books-admit-cards-in-violence-1.1116918?ref=sectionpage-more-stry&fbclid=IwAR3-0nPllteTmze_SguWboAnJl9lh_SwbZtUjxV8ijXO9rmO-jW78_AAE0M

ভয়ে দিল্লির বাড়ির হাল দেখতে যেতে পারেননি গোয়ালপোখরের আজাদ

হাঁটা-পথে বাড়ি দশ মিনিটও নয়। ছ’দিন আগে প্রাণ বাঁচাতে মহল্লা থেকে বৌ-ছেলে নিয়ে পালিয়ে সরকারি শিবিরে আশ্রয় নিয়েছিলেন উত্তর দিনাজপুরের মহম্মদ আজাদ। বাড়ির কী হাল, প্রাণের ভয়ে এখনও  দেখতে যেতে পারেননি। ‘‘কখন কে মেরে দেবে, কে বলতে পারে!’’ গোয়ালপোখরের ঠাকুরতোলা গ্রাম থেকে ছেলের দুশ্চিন্তায় আম্মি বার বার ফোন করছেন। আজাদ বলেন, ‘‘আম্মি বাড়ির কী হাল, জানতে চাইছে। আমি তো নিজেই জানি না, কী অবস্থা। হিন্দুদের বাড়িতে ভাড়া থাকতাম। তাই ঘরে আগুন লাগায়নি। কিন্তু ওখানেই দর্জির কারখানা ছিল। সব লুট করে নিয়েছে শুনেছি। কত লোকসান হয়েছে জানি না।’’ বলতে বলতেই যেন আতঙ্ক ঘিরে ধরে আজাদকে। ছোট ছেলেকে জল খাইয়ে কোলে তুলে নেন।https://www.anandabazar.com/national/delhi-violence-md-azad-of-north-dinajpur-describes-the-horror-of-the-violence-1.1116894?ref=sectionpage-more-stry&fbclid=IwAR00c3IPLPy9K5eKeKTkt1b09aXT5D6EgAdmKpPqqUFC_5DwQMn5NTFuD88

হাটে এলেন না রাজধানীর ক্রেতা-ব্যবসায়ীরা

দিল্লিতে গণহত্যা, মন্দা ডোমজুড়ের ব্যবসায়

দিল্লির অশান্তির আঁচ ‌লাগল ডোমজুড়ের রেডিমেড জামাকাপড়ের ব্যবসায়! প্রতি শুক্রবার ডোমজুড়ের অঙ্কুরহাটিতে বিশাল হাট বসে। হাট থেকে দিল্লির বহু পাইকারি ব্যবসায়ী রেডিমেড জামাকাপড় কিনে নিয়ে যান। কিন্তু দিল্লির অশান্তির জন্য এই শুক্রবার দিল্লি থেকে হাটে ক্রেতা আসেননি বললেই চলে। আগামী সপ্তাহে হাট জমবে, এমন আশা করছেন না এখানকার বিক্রেতারা। সামনেই ‘হোলি’। এই মরসুমে ডোমজুড়ের জামাকাপড় প্রস্তুতকারীদের কাছে বড় ‘বাজার’ হল দিল্লি এবং উত্তরপ্রদেশ। ফলে, সেই বাজার কতটা জমবে তা নিয়েও সংশয়ে রয়েছেন তাঁরা। https://www.anandabazar.com/district/howrah-hoogly/delhi-violence-over-caa-buyers-from-did-not-come-to-the-domjur-market-1.1116122?fbclid=IwAR0VXxVaBHncWZ6BaYecOigM9gOhM8CwCgZn0bUVMZmHH4e3xu-pmadYbYw

পশ্চিমবঙ্গ সংবাদ

বাংলাতেও রাম মন্দির তাস শাহর

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর পক্ষে সভা করতে এসে কোনও রাখঢাক না রেখে খোলাখুলি হিন্দুত্বের তাস খেললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার জন্য ব্যবহার করলেন রাম মন্দির হাতিয়ার। https://www.anandabazar.com/state/amit-shah-played-hindutva-card-in-kolkata-also-1.1116851?fbclid=IwAR1OLx09OGOPwJOnq7dd48UZQCkeIsBBmwLU2erKlsz6wTP2l7aMsWY-J1o
মমতা বন্দ্যাপাধ্যায় ও তাঁর দল তৃণমূল সংখ্যালঘুদের ‘ভয়’ দেখাচ্ছেন। শহিদ মিনারের সভা থেকে অভিযোগ করলেন অমিত শাহ।মোদীর ‘সেনাপতি’ তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের স্পষ্ট ঘোষণা সংশোধিত নাগরিকত্ব আইন লাগু হবেই। বাংলার সব সংখ্যালঘুদের আশ্বস্ত করে শাহের আশ্বাস, ‘সিএএ-এর ফলে কারোর নাগরিকত্ব যাবে না। সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে।’https://bengali.indianexpress.com/politics/mamata-banerjee-amit-shah-caa-bengal-shahid-minar-197691/?fbclid=IwAR022oitomJ4Odt7aytyRalGMZgoSmQ_t3yDc8Fa2IITEg29CaoRXqWmqKQ
কথা ছিল সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) ব্যাখ্যা দেওয়ার। রবিবার শহিদ মিনারের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই প্রসঙ্গ তুললেন, তবে অনেক পরে। পরিবর্তে ‘আর নয় অন্যায়’ শীর্ষক স্লোগান সামনে রেখে বাংলায় বিধানসভা ভোটের প্রচারের দামামা বাজিয়ে দিয়ে গেলেন তিনি। দিল্লির সাম্প্রতিক হিংসা বা বাংলার আসন্ন পুরভোট নিয়ে খরচ করলেন না একটি শব্দও।https://www.anandabazar.com/state/amit-shah-avoided-delhi-violence-issue-at-kolkata-s-meeting-1.1116869?fbclid=IwAR0QXvO0TevFcaW6Qv5FgVqMgfX_xkUWTtsHmyUs9WekYra5hjKW-XSAGsE

‘দিল্লি হিংসা পরিকল্পিত গণহত্যা’, বিস্ফোরক মমতা

মোদী সরকার দিল্লিতে ‘গুজরাত মডেল’ প্রয়োগ করতে চেয়েছে বলেও এদিন চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো।https://bengali.indianexpress.com/politics/west-bengal-cm-mamata-banerjee-delhi-violence-genocide-197885/?fbclid=IwAR0_hQTekb1BOjn45yp6EwfA9k0aXabT6RLgnbW5uBVYNTb_uhOsOfFuiQ0

‘গজুভাই আপনি গজা খেয়ে বাংলা চালাবেন?’ মোদী-শাহকে আক্রমণ মমতার

রবিবারে অমিত শাহের 'ভূমিপুত্র' মন্তব্যের প্রেক্ষিতে এদিন মমতা বলেন, "আমরা কেউ ভূমিপুত্র নই? আমাদের এনআরসি করে বাদ দেবে ভেবেছেন?https://bengali.indianexpress.com/politics/mamata-banerjee-tmc-bengal-civic-poll-2020-campaign-launch-netaji-indoor-stadium-live-updates-197681/?fbclid=IwAR2IFMqh2lMCiiSSMHN4UFLD4K3rWI9-DAYr3xr5smX9XzR-vPfbvWyd03k

জামিন হল না ‘গোলি মারো’ স্লোগান দিয়ে ধৃত বিজেপি কর্মীদের ২ জনের

অমিত শাহের শহিদ মিনার ময়দানের সভায় যাওয়ার পথে ধর্মতলায় ‘গোলি মারো’ স্লোগান দিয়ে ধৃত তিন বিজেপি সমর্থকদের দু’জনেরই জামিন হল না সোমবার।  কেবল বয়স এবং অসুস্থতার কারণে জামিন পেলেন একজন। বাকি দু’জনের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল মুখ্য মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের আদালত।https://www.anandabazar.com/state/court-sent-two-bjp-activist-to-police-custody-who-shouted-goli-maro-slogan-on-sunday-dgtl-1.1117068?fbclid=IwAR28MQGT3__I4Az_5iTwBeinPpeWxB6t2UWg8njEi9EZ7nqcFIDWZha_a_Y
এটা দিল্লি বা গুজরাত নয়, যে গুলি মারলে ছেড়ে দেব: অনুব্রত
বিজেপির সভার পথে ‘গোলি মারো’ স্লোগান ওঠা নিয়ে পাল্টা আক্রমণ করলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। রবিবার মঙ্গলকোটে এক সভায় তিনি বলেন, ‘‘এটা দিল্লি বা গুজরাত নয়, যে গুলি মারলে মানুষ ছেড়ে দেবে। এক বার মেরেই দেখুক না। সাধারণ মানুষ জবাব দেবে।’’ সেই সঙ্গে কেউ নাগরিকত্বের পরিচয়পত্র দেখতে চাইলে তা না দেখানোর পরামর্শও দেন তিনি।https://www.anandabazar.com/district/bardhaman/anubrata-mondal-attacked-bjp-on-goli-maro-issue-1.1116784?ref=home-pq-six-stry-1&fbclid=IwAR0L99IGMhmHFkepdp8OpmaEFz1w6XxT6U893c6Jt4VCWNinFnrSDepRBAo

দিল্লির ভাষায় কথা বলা চলবে না কলকাতায়, এটা বাংলা, দিল্লী নয় : বুঝিয়ে দিলেন মমতা ব্যানার্জী

https://bn.mtnews24.com/antorjatik/346309/----?fbclid=IwAR0eSBofVci2uc-rgiuXzwCkazscQWXEJPxAzSuz4MCWpoIaCIXFefbt7yk

এনপিআর-বিরোধী যাত্রাভঙ্গ, বিক্ষোভ মঙ্গলবার

প্রথমে বাধা দেওয়ার অভিযোগ এসেছিল ক্যানিংয়ের জীবনতলায়। একই অভিযোগ এল ভাঙড়ের
ঘটকপুকুর থেকেও। এনপিআর-বিরোধী পদযাত্রা ফের আটকে গেল শাসক দল ও পুলিশের বাধায়। রাজ্য প্রশাসনের এই ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মঙ্গলবার ভবানী ভবনে বিক্ষোভের ডাক দিল নাগরিকপঞ্জি-বিরোধী যুক্ত মঞ্চ।
https://www.anandabazar.com/state/anti-npr-rally-blocked-again-agitation-today-1.1116862?fbclid=IwAR3M7roJhv7xIn_QjSj6bpXYOhN8pSVIyM2KYf6pZyvrZyakcZk9ixGLOJw

সিএএ বিরোধিতা করায় এ বার দেশ ছাড়ার ফরমান যাদবপুরের বিদেশি ছাত্রকে

বিশ্বভারতীর পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বাংলাদেশি ছাত্রীর পরে পোলিশ ছাত্র। সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে সরব হওয়ায় বাংলাদেশ থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ডিজ়াইনিং পড়তে আসা আফসারা মিমকে কিছু দিন আগে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল বিদেশ মন্ত্রক। একই কারণে যাদবপুরের তুলনামূলক সাহিত্য বিভাগে পড়তে আসা পোলিশ ছাত্রকে কামিল শেদচিনস্কিকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের খবর, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে একটি মিছিলে যোগ দিয়েছিলেন কামিল। সেই জন্যই তাঁকে এ দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। https://www.anandabazar.com/state/foreign-ministry-ordered-a-polish-ju-student-to-leave-india-for-participating-in-anti-caa-protest-1.1116885?fbclid=IwAR3YjdrFIjyiaPyo7ok6274n-kgLsIzaDU0M7PRvrPT6rBcsR4H3z7M80Co

জন্মের শংসাপত্র পেতেও মমতার রাজ্যে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে!

নাগরিকত্ব ইস্যুতে তোলপাড় গোটা দেশ। তোলপাড় ‘কাগজ নেহি দিখায়েঙ্গে’ স্লোগানকে ঘিরে। নাগরিকত্বের প্রমাণ কেন দিতে হবে, সেই প্রশ্ন তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার তোপ দাগছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতার রাজ্যেই জন্মের শংসাপত্র পেতে অভিভাবকের কাছে নাগরিকত্বের প্রমাণ চাওয়া হচ্ছে। জন্মের শংসাপত্র পেতে কল্যাণী পুরসভার যে ছাপানো আবেদনপত্র রয়েছে, সেখানেই লেখা রয়েছে নাগরিকত্বের প্রমাণ দেওয়ার কথা। আর তা নিয়েই বিতর্ক শুরু হয়েছে।https://www.anandabazar.com/state/to-get-birth-certificates-parents-were-compelled-to-prove-their-citizenship-in-west-bengal-dgtlx-1.1117093?ref=home-pq-stry-small-image-4&fbclid=IwAR3eEyTomoYFjM8u7QBj3ws0iqD-48LoILjuhSb2OUA2sKqq606DQfsyehM





























































03 March 2020