রবি রায় রচিত কবিতা
এখন রাত্রি,
অন্ধকার ঘনঘোর,
চারিদিকে হিংস্র শ্বাপদের গর্জন,
মৃত্যুর মলিন ছায়ায় ঢাকা
এখন জীবনের স্পন্দন।
এখন রাত্রি,
অমানিশার অন্ধকারে
নিঃসঙ্গ পথিক আমি
চলেছি আলোর সন্ধানে।
জীবনের সীমানা পেরিয়ে
দূরে কোন চিতায় চেতনা জ্বলা
শ্মশানের আলো
হাতছানি দেয়,
ও পথ আমার নয়,
আমি সূর্যসন্ধানী।
যদিও রাত্রি, তবু জানি
এআঁধার কেটে যাবে কোনো ক্ষণে,
দিগন্ত রক্তিম হবে নতুন ভোরের আলোয়,
আমি তারই প্রতীক্ষায়---
উদ্ভাসিত, দীপ্তিমান
সূর্যের সন্ধানে।
No comments:
Post a Comment