রচনা: নৃপেন সমাদ্দার
ভাল বাসায় ভালোবাসা নাও থাকতে পারে
ভালোবাসায় ভাল বাসা যে গড়ে!
ভালোবাসায় সরব নাই বা হলাম
নীরবতায় যখন জানিয়েই দিলাম!
নীরবতায় যখন জানিয়েই দিলাম!
তোমাকে চাঁদ ভাবি না---
ও তো সূর্যের আলোতে আলোকিত,
বরং আকাশের বুক চিরে থাক
বিদ্যুতের মত ----।
ও তো সূর্যের আলোতে আলোকিত,
বরং আকাশের বুক চিরে থাক
বিদ্যুতের মত ----।
তোমার রূপ-গুন আমায় টানে,
আর এক আকাশ তোমার মন-
বাঁধে প্রতি ক্ষণে!
আর এক আকাশ তোমার মন-
বাঁধে প্রতি ক্ষণে!
এলে,-- অনেক দেরিতে এলে;
ক্ষতি নেই; পর জনমে থাকব তোমারই
কাছে বিনা ছলে!!
ক্ষতি নেই; পর জনমে থাকব তোমারই
কাছে বিনা ছলে!!
রবিদার (রবিরায়) কাছে কৃতজ্ঞ
ReplyDeleteরবিদার কাছে কৃতজ্ঞ
ReplyDelete