দু’বছর আগে সুপ্রিম কোর্ট বলেছিল, রাজনৈতিক দলগুলিকে অপরাধী মুক্ত করতে সংসদে কড়া আইন আনা হোক। নরেন্দ্র মোদী সরকার সে পথে হাঁটেনি।
নির্বাচন কমিশন চেয়েছিল, ফৌজদারি অপরাধের মামলায় অভিযুক্ত কাউকে যেন ভোটে প্রার্থীই না করা হয়। সুপ্রিম কোর্ট রাজনৈতিক দলগুলিকে তেমনই নির্দেশ দিক।
এতটা কড়া না হলেও আজ সুপ্রিম কোর্ট রাজনৈতিক দলগুলিকে নির্দেশ দিল, লোকসভা বা বিধানসভা ভোটে কোনও ফৌজদারি অপরাধের মামলায় অভিযুক্তকে প্রার্থী করা হলে, ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর বিরুদ্ধে যাবতীয় অপরাধের খতিয়ান প্রকাশ করতে হবে। ফৌজদারি অপরাধের মামলা থাকা সত্ত্বেও কেন তাঁকে প্রার্থী করা হল, তা-ও জানাতে হবে।
শীর্ষ আদালত এ ক্ষেত্রে আর একটি কঠিন শর্ত রেখেছে। তা হল, ওই প্রার্থীর জেতার ক্ষমতা রয়েছে বলেই তাঁকে প্রার্থী করা হল, এমন উত্তর দিলে চলবে না। ওই ব্যক্তির আর কী যোগ্যতা, সাফল্য বা গুণ রয়েছে, তার ব্যাখ্যা দিতে হবে। মামলা নেই, এমন কাউকে কেন প্রার্থী করা গেল না, তা-ও জানাতে হবে।
No comments:
Post a Comment