” “

Monday, 17 February 2020

গরিবি লুকোতে কোটি টাকার দেওয়াল, ট্রাম্পের সফর-প্রস্তুতি ঘিরে কটাক্ষ শিব সেনার

তিনঘণ্টার গুজরাট সফরের প্রস্তুতিতে খরচ হচ্ছে ১০০ কোটি টাকা। এমনকী সেই রাজ্যের গরিবি ঢাকতে দু’দিকে দেওয়াল গড়ছে সরকার। এবার সেই প্রস্তুতি নিয়ে প্রাক্তন জোটসঙ্গী বিজেপিকে একহাত নিল শিব সেনা। তাঁদের মুখপাত্র সামনার সম্পাদকীয়তে মোদি সরকারের এই প্রস্তুতির মানসিকতাকে দাসত্বের সঙ্গে তুলনা করা হয়েছে। একইসঙ্গে শিব সেনার দাবি, ট্রাম্পের এই সফর বিদেশের বাজারে ভারতীয় মুদ্রা দামের পতন আটকাতেও সাহায্য করবে না। আবার ওই পাঁচিলের পিছনে থাকা বস্তিগুলির উন্নয়নেও ট্রাম্প কোনও সাহায্য করবেন না। স্রেফ রাজনৈতিক ফায়দার জন্যই মোদি-ট্রাম্পের বোঝাপড়া রয়েছে। শিব সেনার কটাক্ষ, “গরিবি লুকোতে বলছে মোদি।”
https://www.sangbadpratidin.in/india/trumps-india-visit-preparation-shows-slave-mentality-says-shiv-sena/

https://www.news18.com/news/politics/sena-slams-centres-garibi-chupao-move-before-trump-visit-says-preparations-show-slave-mentality-2503677.html

No comments:

Post a Comment

Chaitali Chatterjee II The World Traveller II Visit to The USA II Sounds of Silence

চৈতালি চ্যাটার্জী আমেরিকায় নায়াগ্রা জলপ্রপাত ভ্রমণের স্মৃতি আজও আমার মনে উজ্জ্বল  “আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে” ২০১৬ সালের  ফেব্...