যে কোনও বিরোধকেই (ডিসেন্ট) দেশ-বিরোধী বা গণতন্ত্র-বিরোধী তকমা দেওয়া সাংবিধানিক মূল্যবোধের গোড়ায় আঘাতের শামিল বলে মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তাঁর বক্তব্য, ‘‘বিরোধিতা হল গণতন্ত্রের রক্ষাকবচ (সেফটি ভালভ)।’’ নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘গণতন্ত্রে সংখ্যালঘুর কণ্ঠরোধ করা যায় না। বরং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।’’ তাঁর কথায়, ‘‘ভারতীয় সংবিধানের উদার প্রতিশ্রুতির মধ্যেই বহুত্ববাদকে সম্মান করার কথা বলা হয়েছে। বৈধ সরকার রাজনৈতিক বিরোধিতার উপরে নিষেধাজ্ঞা চাপায় না। বরং তাকে স্বাগত জানায়।’’
কোনও আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানালেই কাউকে বিশ্বাসঘাতক বা দেশ-বিরোধী তকমা দেওয়া যায় না বলে বৃহস্পতিবারই রায় দিয়েছে বম্বে হাইকোর্ট। মহারাষ্ট্রের বিড় জেলায় নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে শান্তিপূর্ণ ধর্নারও অনুমতি দিয়েছে হাইকোর্টের বেঞ্চ।
https://www.anandabazar.com/national/to-oppose-is-the-safeguard-of-democracy-opines-supreme-court-judge-d-y-chandrchud-1.1109946?ref=home-editorial-choice-stry-large-image-1
https://www.telegraphindia.com/india/dialogue-plea-vindicated-shaheen-bagh/cid/1746176?utm_source=facebook&utm_medium=social&utm_campaign=tt_daily&fbclid=IwAR2Y4ScIHUpqR2yX9i3rOfQ4zgvAnQcWVPo390MAWuYBSrYGoKA-Wmheyx0
https://www.telegraphindia.com/india/dialogue-plea-vindicated-shaheen-bagh/cid/1746176?utm_source=facebook&utm_medium=social&utm_campaign=tt_daily&fbclid=IwAR2Y4ScIHUpqR2yX9i3rOfQ4zgvAnQcWVPo390MAWuYBSrYGoKA-Wmheyx0
No comments:
Post a Comment