ফরিদপুরের কানাই ইউনিয়নের জমির হোসেন। যিনি নিজে তৈরি করেছেন ওয়াটার বাই সাইকেল। এই সাইকেল শুধু সড়কে চলবে না, চলবে পানিতেও। আর তাই অসংখ্য মানুষের সামনে পরীক্ষামূলকভাবে পুকুরের পানিতে এই ওয়াটার বাই সাইকেলটি চালিয়ে সবাইকে অবাক করে দিলেন। জমির হোসেন চান একটি সাইকেলের কারখানা তৈরি করতে। আর তার জন্য দরকার সরকারি পৃষ্টপোষকতা। খায়রুজ্জামান সোহাগের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
https://www.facebook.com/news24bd.tv/videos/1148192931987207/
https://www.facebook.com/news24bd.tv/videos/1148192931987207/
No comments:
Post a Comment