রাত পোহালে ‘প্রেমের দিন’। প্রধানমন্ত্রীকে ফের আমন্ত্রণ জানাল শাহিন বাগ। বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব দিল্লির এই প্রতিবাদ স্থলে ছিল একাধিক পোস্টার। কোনওটায় লেখা— ‘মোদী, কবে আসবেন?’ কোনওটায় ‘‘আমাদের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে পালন করুন।’ বিক্ষোভকারীরা জানিয়েছেন, মোদীর জন্য বিশেষ উপহারও তৈরি রেখেছেন তাঁরা। প্রধানমন্ত্রী শুধু এক বার এসে তাঁদের সঙ্গে কথা বলুন।
দু’মাস ধরে শাহিন বাগ অপেক্ষায় আছে, কখন সরকার কথা বলতে আসবে! ভোটে শাহিন বাগে ‘কারেন্ট’ লাগাতে চেয়েছিলেন অমিত শাহ। আজ বললেন, শাহিন বাগ নিয়ে অবস্থান বদলায়নি। তবে প্রতিবাদীদের সঙ্গে কথা বলতে রাজি। যদিও শর্ত আছে। আর সেই শর্ত জানাতে গিয়ে ফের বললেন এনআরসি-র কথাও।
No comments:
Post a Comment