” “

Thursday, 13 February 2020

‘ক্ষতি হয়তো কুকথাতেও’, দিল্লি হারের ব্যাখ্যায় অমিত

নিজেকেই বাজি রেখে অবতীর্ণ হয়েছিলেন দিল্লি ভোটে। বিজেপি ধরাশায়ী হওয়ার পর দু’দিন প্রকাশ্যে আসেননি! আজ দেখা দিলেন অমিত শাহ। আগে ঘনিষ্ঠ মহলে যা বলেছিলেন, আজ সকলের সামনেই বললেন সেটা। হার কবুল করে জানালেন, দিল্লি ভোট মূল্যায়নে তাঁর ‘ভুল’ হয়েছিল। ‘চাণক্য’ তকমাও আর চান না তিনি। একই সঙ্গে স্বীকার করলেন, ‘দেশকে গদ্দারকো, গোলি মারো শালো কো’ বা ‘দিল্লি ভোট ভারত-পাকিস্তান ম্যাচ’— বিজেপি নেতাদের এ ধরনের মন্তব্যের জন্যও ভোটে খেসারত দিতে হয়ে থাকতে পারে। এ সব বলা ‘উচিত’ হয়নি। 

https://www.anandabazar.com/national/amit-shah-explained-the-reason-of-drastic-loss-in-delhi-election-2020-1.1109007?utm_source=facebook&utm_medium=social&utm_campaign=daily&fbclid=IwAR000Yi0qI399CANqbrRRvjYqp40MjwoUdIvwFlvVXZXv2WTZwihZrQQ4J0

No comments:

Post a Comment

Chaitali Chatterjee II The World Traveller II Visit to The USA II Sounds of Silence

চৈতালি চ্যাটার্জী আমেরিকায় নায়াগ্রা জলপ্রপাত ভ্রমণের স্মৃতি আজও আমার মনে উজ্জ্বল  “আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে” ২০১৬ সালের  ফেব্...