নিজেকেই বাজি রেখে অবতীর্ণ হয়েছিলেন দিল্লি ভোটে। বিজেপি ধরাশায়ী হওয়ার পর দু’দিন প্রকাশ্যে আসেননি! আজ দেখা দিলেন অমিত শাহ। আগে ঘনিষ্ঠ মহলে যা বলেছিলেন, আজ সকলের সামনেই বললেন সেটা। হার কবুল করে জানালেন, দিল্লি ভোট মূল্যায়নে তাঁর ‘ভুল’ হয়েছিল। ‘চাণক্য’ তকমাও আর চান না তিনি। একই সঙ্গে স্বীকার করলেন, ‘দেশকে গদ্দারকো, গোলি মারো শালো কো’ বা ‘দিল্লি ভোট ভারত-পাকিস্তান ম্যাচ’— বিজেপি নেতাদের এ ধরনের মন্তব্যের জন্যও ভোটে খেসারত দিতে হয়ে থাকতে পারে। এ সব বলা ‘উচিত’ হয়নি।
https://www.anandabazar.com/national/amit-shah-explained-the-reason-of-drastic-loss-in-delhi-election-2020-1.1109007?utm_source=facebook&utm_medium=social&utm_campaign=daily&fbclid=IwAR000Yi0qI399CANqbrRRvjYqp40MjwoUdIvwFlvVXZXv2WTZwihZrQQ4J0
https://www.anandabazar.com/national/amit-shah-explained-the-reason-of-drastic-loss-in-delhi-election-2020-1.1109007?utm_source=facebook&utm_medium=social&utm_campaign=daily&fbclid=IwAR000Yi0qI399CANqbrRRvjYqp40MjwoUdIvwFlvVXZXv2WTZwihZrQQ4J0
No comments:
Post a Comment