” “

Thursday 20 February 2020

শুধু রাস্তা রোখাটুকুই দেখলেন, প্রশ্ন শাহিনবাগের দাদিদের

টানা ৬৭ দিন রাস্তায় বসে থাকার পরে এই প্রথম কথা শুনতে আর বলতে এসেছেন কেউ।
আজ দুপুরে সুপ্রিম কোর্টের পাঠানো দুই মধ্যস্থতাকারীকে সামনে পেয়ে নিজেদের ক্ষোভ, যন্ত্রণা, উদ্বেগ এমনকি কান্নাও উজাড় করে দিল শাহিন বাগ। প্রশ্ন ছুড়ল, ‘‘শুধু রাস্তা রোখাটুকুই দেখলেন? কত কোণঠাসা হলে, মহিলাদের এ ভাবে দিনের পর দিন পথে বসে থাকতে হয়, এক বারও ভেবেছেন?’’
সন্ধে নামার মুখে দুই আইনজীবী প্রতিনিধি— সঞ্জয় হেগড়ে ও সাধনা রামচন্দ্রনের তরফে প্রতিশ্রুতি এল, প্রতিবাদীদের অধিকার এবং স্বাধীনতা বজায় রাখতে এই এককাট্টা লড়াইয়ের বার্তা সর্বোচ্চ আদালতের দরজায় পৌঁছে দেবেন তাঁরা। তার আগে, সমস্যার শিকড় আরও ভাল করে খুঁজতে কাল, বৃহস্পতিবার ফের আন্দোলনকারীদের মঞ্চে আসবেন তাঁরা। প্রতিবাদীরা চাইলে রবিবার পর্যন্ত কথা হবে রোজ।

No comments:

Post a Comment